গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা মামলায় গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক নেতা সোহেল সিকদার ও সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলায় বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সাবেক নেতা শাহনেওয়াজ খানকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গত রোববার শহরের হাসপাতাল এলাকা থেকে সোহেল সিকদারকে ও রাতে শহরতলীর ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের শাহনেওয়াজের বাড়ি থেকে এই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৩ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামি সোহেল সিকদার হাসপাতাল এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এসময় গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল সিকদার ও শহরতলীর লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর গ্রামের বাড়ি থেকে রাতে কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহনেওয়াজ খানকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তাদের জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (২৩ ডিসেম্বর) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
টিএইচ